হাওড়া প্লাটফর্মে অভিযানে ৫৪ টি মোবাইল ফোন উদ্ধার , ধৃত ১

23rd January 2020 কলকাতা
হাওড়া প্লাটফর্মে  অভিযানে ৫৪ টি মোবাইল ফোন উদ্ধার , ধৃত ১


গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে হাওড়া নতুন কমপ্লেক্সের ১৭/১৮নং প্লাটফর্মে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করলো জি আর পি থানার অফিসারেরা। জি আর পি সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১টা ৪৫মিনিট নাগাদ বিশেষ খবরের ভিত্তিতে হাওড়া জি আর পি ১৭/১৮নং  প্লাটফর্মে অভিযান চালায়। সেই সময় কালো রঙের একটি পিঠ ব্যাগ সহ জিশান সেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগে নতুন পুরানো ৫৪টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন উদ্ধার হয়। জি আর পি আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি তার কাছে থাকা ফোনগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জি আর পি সূত্রে জানা গেছে,  ধৃত জিশান সেখের বাড়ি মালদা জেলার আলিপুর থানার কালিয়াচকে। পুলিশ জানিয়েছে, উদ্ধার মোবাইল ফোনগুলো প্রাথমিক ভাবে চুরি করে নিয়ে আসা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। ধৃতকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।